পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
অন্য দুজন কর্মকর্তা হলেন- খুলনা মহানগরের পুলিশ (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. মোজাম্মেল হক ও অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি আইন অনুযায়ী এই তিন কর্মকর্তা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আইন অবিলম্বে কার্যকর হবে।
এস/ভি নিউজ