‘বাড়ি ফিরে শরীর ছুয়ে দেখি রোজ…’, নিজেকে ভালবাসার বার্তা তমন্নার!

 

নিজের শরীরকে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী তমন্না ভাটিয়া। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে তমান্না বলেন, ‘দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, গোটা দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।’

এক সাক্ষাৎকারে তমন্না বলেন, ‘আমি আমার নিজের শরীরকে ভালবাসি। দিনের শেষে আমি স্নান করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই’।

অভিনেত্রী আরও বলেন, ‘শুনে হয়তো অদ্ভুত লাগতে পারে। কিন্তু কেন করব না? আমি জানি, প্রতি দিন কতটা পরিশ্রম করতে হয়’।


তবে এই প্রথম নয়, এর আগেও শরীরকে ভালোবাসার বার্তা দিয়েছিলেন তমান্না।

জিবাংলা

 

পূর্বের খবরসরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না: মির্জা ফখরুল
পরবর্তি খবররাস্তা আটকে দিল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা