বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যেগে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে গত ২৬ আগস্ট সোমবার ফটিকছড়ি ভুজপুর কাজিরহাট, পশ্চিম খৈয়া, হরিণা, চন্দ্রাখীল, সিংখরিয়া, আমতলী, সুন্দরপুর, হাইদছকিয়া গুচ্ছ পাড়া’র বন‍্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনের সকল কর্মকর্তা শুভানুধ্যায়ীদের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়েছে। উপস্থিত ছিলেন খাদ্য সামগ্রী বিতরণ কমিটির আহ্বায়ক করআইনজীবি বুলবুল বড়ুয়া, জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, সংগঠনের সভাপতি সজীব বড়ুয়া ডায়মন্ড, সহসভাপতি সঞ্জয় বড়ুয়া পিপলু, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহসাংগঠনিক সম্পাদক  প্রণব বড়ুয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক বিশ্বজিত বড়ুয়া চৌধুরী, কায্যকরী সদস্য সম্পদ বড়ুয়া, সমদত্ত বড়ুয়া, প্রাণবন্ত বড়ুয়া, ফটিকছড়ি শাখার আহবায়ক সজল বড়ুয়া, সদস্যসচিব রনবীর বড়ুয়া লিংকন সহ আরো অনেক কর্মকর্তাবৃন্দ।

এস/ভি নিউজ

পূর্বের খবরবেসরকারি স্বাস্থ্য খাতের শ্রমিকদের মজুরি ২০ হাজার টাকা ধার্য করার দাবীতে মানব মানববন্ধন
পরবর্তি খবরঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্রমিক নিহত