বরিশালের সাবেক এমপি টিপু গ্রেফতার

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম।

তিনি জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে, ওই মামলায় গ্রেফতার করা হয়। তাকে হাতিরঝিল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।

এস/ভি নিউজ

পূর্বের খবরজনগণের প্রত্যাশা পূরণ অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ: আইসিজি
পরবর্তি খবরআজকের রাশিফল