বগুড়ায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক হত্যা মামলা, আসামি ৩ সাংবাদিকও

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিতে নিহত দর্জি শ্রমিক শিমুল সরদার নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ১৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় মামলাটি করেন নিহত শিমুলের স্ত্রী শিমু বেগম।

মামলায় বগুড়ার তিন জন সাংবাদিককেও আসামি করা হয়েছে। তারা হলেন- ইনডিপেনডেন্ট টিভির উত্তরাঞ্চল প্রতিনিধি হাসিবুর রহমান বিলু, দৈনিক জনকণ্ঠের বগুড়া প্রতিনিধি মাহামুদুল আলম নয়ন ও দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ।

মামলায় ১৩৫ জনের নাম উল্লেসহ অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও ৩০০-৪০০ জনকে।

মামলায় বলা হয়, গত ৪ আগষ্ট দুপুরে শহরের ঝাউতলা এলাকায় ছাত্র-জনতার একদফার আন্দোলনে এসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিমুল মণ্ডল মতি। তিনি শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ার দর্জি শ্রমিক ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ মামলার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বগুড়ায় এর আগে আরও পাঁচটি মামলা করা হয়। এর মধ্যে চারটি হত্যা এবং একটি হত্যাচেষ্টার মামলা।

এস/ভি নিউজ

পূর্বের খবরChief Adviser seeks UNDP’s support for reforms
পরবর্তি খবরসাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার