বগুড়ায় ভোট কেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজ করছে বিএনপি

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে করছে শিবগঞ্জ উপজেলা বিএনপি। ভোট কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি করতে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম।

উপজেলার ১১৭টি ভোট কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের অংশ হিসেবে গত মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার পীরব ইউপির বকঠোঁটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পালিকান্দা আশরাফপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও পীরব ইউনাইটেড কলেজ ভোট কেন্দ্রগুলোতে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন অধ্যক্ষ মীর শাহে আলম। পর্যায়ক্রমে ১১৭টি ভোটকেন্দ্রেই কমিটি গঠন করা হবে।

পীরব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম কেন্দ্রভিত্তিক কমিটি করার যে উদ্যোগ নিয়েছেন, এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উৎসাহ বাড়বে।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব বলেন, পুরো উপজেলায় বিএনপির প্রসার বাড়াতে উপজেলা বিএনপির সভাপতির নির্দেশে ভোট কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা হচ্ছে। এতে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরাও দলের হয়ে সরাসরি কাজ করার সুযোগ পাবেন। যার ফলে দল সুসংগঠিত হওয়ার পাশাপাশি উপজেলায় আগামী নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে।

উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম বলেন, দীর্ঘ ১৭ বছর জুলুমের শিকার হয়েও দলের যেসব তৃণমুল নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের মূল্যায়ন করার সময় এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানকে এই আসন উপহার দিতেই উপজেলা বিএনপি এমন উদ্যোগ গ্রহণ করেছে। উপজেলার প্রত্যেকটি গ্রাম হবে বিএনপি ও ধানের শীষের ঘাঁটি।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর প্রাণ খুলে কথা বলার সুযোগ পেয়ে খুশি বিএনপির তৃণমুল নেতাকর্মীরা। তারা শিবগঞ্জ উপজেলা বিএনপির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

এস/ভি নিউজ

পূর্বের খবরঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
পরবর্তি খবরইউনূস-মোদি বৈঠক হতে পারে নভেম্বরে বিমসটেক শীর্ষ সম্মেলনে : পররাষ্ট্র উপদেষ্টা