বগুড়ায় থানায় হামলা, গুলিতে নিহত ২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে বগুড়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারও বিক্ষোভকারী। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। সবচেয়ে বেশি উত্তপ্ত বগুড়া শহর ও দুপচাঁচিয়া উপজেলা। থানায় হামলার ঘটনাও ঘটেছে। এ সময় গুলিতে দুই আন্দোলনকারী নিহত হয়েছেন।

সোমবার বেলা ১১টার পরে বগুড়া সদর থানা ও দুপচাঁচিয়া থানায় হামলা হয়েছে বলে জানিয়েছে বগুড়া পুলিশ সুপার জাকির হাসান।

গুলিতে নিহত দুজনের মধ্যে মুনিরুল ইসলাম মনির (২২) বগুড়ার কাহালু উপজেলার বীর কেদার ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায় নি। মুনিরুল দুপচাচিয়ায় সংঘর্ষে নিহত হয়েছেন।

বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. আবদুল ওয়াদুদ অজ্ঞাত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান শজিমেক হাসপাতালে আহত ৯ জনের চিকিৎসা চলছে আর মোহাম্মদ আলী হাসপাতালে দুজন আহতের চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপচাঁচিয়া থানায় হামলা হলে পুলিশ সেখানে গুলি ছোড়ে। গুলিতে অনেকে আহত হন।

দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামসুন্নাহার জানান, ১২ জন চিকিৎসা নিতে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান। তার মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। মাথায় গুলি লেগে তিনি নিহত হয়েছেন। তার নাম মুনিরুল।

আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

পূর্বের খবরবিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
পরবর্তি খবর‘এখন যারা নাশকতা করছে তারা ছাত্র নয়’, শক্ত হাতে দমনের আহ্বান