ফ্লাইয়িং কিস’, রেগে গেলেন মালাইকা

 

ভিনিউজ : ভারতীয় টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শো ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এর শুটিং চলাকালে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। শো-এর বিচারকের আসনে ছিলেন বলিউড তারকা মালাইকা আরোরা। এক প্রতিযোগীর আচরণে হঠাৎ করেই চেঁচিয়ে উঠলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এর বিচারকের আসনে মালাইকা আরোরার পাশে বসা কোরিওগ্রাফার-পরিচালক রেমো ডি’সুজা। ঘটনাটি ছিল অপ্রত্যাশিত। ১৬ বছর বয়সী এক প্রতিযোগী তার পারফরম্যান্সের সময় মালাইকার দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে। যা মালাইকাকে দৃশ্যত অস্বস্তিতে ফেলে দেয়।

সম্প্রতি ‘হিপ হপ ইন্ডিয়া সিজন ২’-এর এক পর্বে এই ঘটনাটি ঘটে। যা অ্যামাজন এমএক্স প্লেয়ারে সম্প্রচারিত হয়।

একজন প্রতিযোগীর পারফরম্যান্স বিচার করার সময়, মালাইকা হঠাৎ লক্ষ্য করেন- কিশোর নৃত্যশিল্পী তার দিকে তাকিয়ে অঙ্গভঙ্গি করছেন, যার মধ্যে চোখ মারছে এবং ফ্লাইয়িং কিস ছুড়ছে। স্পষ্টতই অবাক হয়ে যান অভিনেত্রী। ফিটনেস আইকন তার সেই অস্বস্তি দমিয়ে রাখতে পারেননি।

একটি ভাইরাল ফুটেজে, মালাইকাকে কিশোরের উদ্দেশে চিৎকার করতে শোনা যায়। রেগে গিয়ে সেই কিশোরকে উদ্দেশ্য করে অভিনেত্রী বলেন, ‘তোমার মায়ের ফোন নম্বর দাও!’

১৬ বছর বয়সী সেই প্রতিযোগীর সাহস নিয়ে প্রশ্ন তোলার সময় মালাইকা বলেন, ‘১৬ বছরের বাচ্চা ছেলে, নাচছে আমাকে দেখেই! চোখ মারছো? ফ্লাইয়িং কিস করছ!’ মালাইকার চিৎকার তা স্পষ্ট, যে কিশোরের আচরণে তিনি অস্বস্তিবোধ করেছেন।

কিশোরের এই অঙ্গিভঙ্গি তার বন্ধুদেরও কাছেও ভালো ঠেকেনি। অনুষ্ঠানের অন্যান্য প্রতিযোগীরা মালাইকার বক্তব্যে সহমত প্রকাশও করেছেন। তারা বলছেন, ‘ওকে যা বলা হয়েছে, তা একদম ঠিক ছিল। সে কিভাবে মালাইকা ম্যামের সঙ্গে এমন আচরণ করতে পারেন।’

 

মুহূর্তে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। একের পর এক মন্তব্যের ঝড় বইতে শুরু করেছে। কেউ লিখেছেন, ‘এটাই নতুন ভারতের ভবিষ্যৎ’ আবার কেউ বললেন, ‘পুরো ঘটনাই শোয়ের পাবলিসিটি স্টান্ট!’

পূর্বের খবরভারতীয় দলের ৮ নম্বর বিপদ সংকেত হামজা
পরবর্তি খবরকলমি শাক কমায় সুগার-কোলেস্টেরল-ওজন! আয়রনের আঁতুরঘর!