বলিউডর অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডন ৩’ আসছে। শাহরুখ খানের ক্লাসিক হিট ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় এবার কিং খানের জায়গা নিয়েছেন রণবীর সিং। নায়িকা হিসেবে প্রথমে প্রিয়াঙ্কা চোপড়ার কথা শোনা গেলেও পরবর্তীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন কিয়ারা আদভানি। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সিনেমাটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিয়ারা।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, শর্বরী ওয়াঘকে দেখা যাবে ডন থ্রি’তে। একটি সূত্র পোর্টালকে জানিয়েছে, ‘শর্বরী এবং আরও একজন অভিনেত্রীর নাম বিবেচনা করা হয়েছিল। তবে অবশেষে শর্বরীর দিকেই পাল্লা ভারী। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থাও শর্বরী ওয়াঘকে পেয়ে খুশি।
বলাই বাহুল্য ২০২৪ থেকেই সময়টা মন্দ যাচ্ছে না শর্বরী ওয়াঘের। তিনি ‘বান্টি ইউর বাবলি ২’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্য পায়, সিনেমাটিতে ‘তারাস’ গানে শর্বরীর অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল।
২০২৫ সালেই মুক্তি পাবে শর্বরীর আরও একটি নতুন সিনেমা যার নাম ‘আলফা’। এটিও অ্যাকশন ঘরানার। এখানে শর্বরীর সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের।