প্রিয়াঙ্কা-কিয়ারা বাদ, ডন থ্রি’তে রণবীরের নায়িকা হচ্ছেন যিনি

বলিউডর অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডন ৩’ আসছে। শাহরুখ খানের ক্লাসিক হিট ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় এবার কিং খানের জায়গা নিয়েছেন রণবীর সিং। নায়িকা হিসেবে প্রথমে প্রিয়াঙ্কা চোপড়ার কথা শোনা গেলেও পরবর্তীতে চুক্তিবদ্ধ হয়েছিলেন কিয়ারা আদভানি। তবে অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সিনেমাটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিয়ারা।

তাহলে এবার কে আসছেন ডনের সঙ্গে পর্দায়?

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, শর্বরী ওয়াঘকে দেখা যাবে ডন থ্রি’তে। একটি সূত্র পোর্টালকে জানিয়েছে, ‘শর্বরী এবং আরও একজন অভিনেত্রীর নাম বিবেচনা করা হয়েছিল। তবে অবশেষে শর্বরীর দিকেই পাল্লা ভারী। এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজনা সংস্থাও শর্বরী ওয়াঘকে পেয়ে খুশি।

শর্বরীও এত বড় ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে বেশ উচ্ছ্বসিত।’

বলাই বাহুল্য ২০২৪ থেকেই সময়টা মন্দ যাচ্ছে না শর্বরী ওয়াঘের। তিনি ‘বান্টি ইউর বাবলি ২’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার ‘মুনিয়া’র বক্স অফিস সাফল্য পায়, সিনেমাটিতে ‘তারাস’ গানে শর্বরীর অবতার দর্শকদের মনে ঝড় তুলেছিল।

এছাড়াও ওটিটিতে মুক্তি পাওয়া শর্বরীর ‘মহারাজ’ ও সাম্প্রতিক সিনেমা ‘বেদা’য় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। আর এই তিনটে সিনেমাই বলিউডে শর্বরীকে পরিচিতি এনে দিয়েছে।

২০২৫ সালেই মুক্তি পাবে শর্বরীর আরও একটি নতুন সিনেমা যার নাম ‘আলফা’। এটিও অ্যাকশন ঘরানার। এখানে শর্বরীর সঙ্গে দেখা যাবে আলিয়া ভাট ও ববি দেওলের মতো তারকাদের।

আর তারই মধ্যে এল বড় খবর। ‘ডন ৩’-তে তাঁর অভিনয় করার কথা প্রকাশ্যে আসতেই অনুরাগীরা শুভেচ্ছায় সিক্ত করছেন শর্বরী ওয়াঘাকে। জানা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরই শ্যুটিং শুরু হবে ডন থ্রি’র।
পূর্বের খবরলন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
পরবর্তি খবরসুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় সন্তুষ্ট নয় বিএনপি