প্রিয়জনকে হারিয়ে শোকাচ্ছন্ন কঙ্গনা

বলিউড কুইন ও সংসদ সদস্য কঙ্গনা রনৌত আপাতত হিমাচলের বাড়িতেই পরিবারের সঙ্গে থাকছেন। আর এরই মধ্যে তার পরিবারে ঘটে গেছে অঘটন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাতে কঙ্গনার দিদিমা ইন্দ্রাণী ঠাকুর প্রয়াত হন। প্রিয়জনকে হারিয়ে শোকবিহ্বল এ অভিনেত্রী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দিদার সঙ্গে হাসিমুখের ছবি শেয়ার করে একটি নোট পোস্ট করেন কঙ্গনা। এসময় তিনি লেখেন, ‘কাল রাতে আমার দিদা মারা গেছেন। শোকে বিহ্বল গোটা পরিবার। তিনি ছিলেন এক অসাধারণ নারী। আমার দিদার পাঁচ সন্তানই ছিল তার মূল সম্পদ।’

অভিনেত্রী আরও লেখেন,‘দাদুর খুব একটা অসচ্ছলতা না থাকা সত্ত্বেও সন্তানরা যাতে ভালোভাবে মানুষ হন, সেদিকে খেয়াল রেখেছেন। বিশেষ করে মেয়েদের উচ্চশিক্ষার দিকে নজর দিয়েছিলেন। সেইসময়ও দিদার মেয়েরা সরকারি চাকরি পেয়েছিলেন। প্রত্যেক সন্তান ছিল তার গর্ব।’

এরপর কঙ্গনার ভাষ্য, ‘আমার দিদা এতটাই স্বাস্থ্যবান ও প্রাণবন্ত ছিলেন যে, একশ বছরের বেশি বয়স হওয়া সত্ত্বেও নিজের সমস্ত কাজ তিনি নিজেই করতেন। দিন কয়েক আগেই ঘর পরিষ্কার করতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।’

শেষে তিনি বলেন, ‘যার ফলে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, আমাদের সকলের অনুপ্রেরণা তিনি। আজীবন থাকবেন আমাদের মধ্যেই।’ কাছের মানুষকে হারিয়ে কঙ্গনার পরিবারে এখন শোকের ছায়া।

পূর্বের খবরঅভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছে
পরবর্তি খবর৫৪ বছরেও বিয়ে না করার কারণ জানালেন টাবু