শক্তি হারাচ্ছে পৃথিবীর ‘ম্যাগনেটিক ফিল্ড’, ঘনিয়ে আসতে পারে বিপদ,
গোটা পৃথিবীটা মাধ্যাকর্ষণ শক্তির ওপর নির্ভর করে চলছে। এই গোটা পৃথিবীটা একটা বড়সড় চুম্বকের মতো। আর সেই চুম্বকের ক্ষমতা যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে বিপদ তো নিশ্চিত। কিন্তু এবার বিজ্ঞানীরা যা দেখলেন, তা সত্যিই উদ্বেগের। জানা যাচ্ছে, সেই চুম্বকের চৌম্বকত্ব ক্ষমতা নাকি কমতে শুরু করেছে পৃথিবীর একটা অংশে।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি জানাচ্ছে, পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কমে যাচ্ছে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার অন্তর্বর্তী একটি অংশে। এই ঘটনাকে বলা হয় ” সাউথ আটলান্টিক আনোমালি”। বিজ্ঞানীরা ভীষণভাবে চিন্তিত পৃথিবীর এই অদ্ভুত সমস্যায়। এর প্রভাব সরাসরি স্যাটেলাইটে পড়তে পারে। ফলে যান্ত্রিক গোলযোগের সৃষ্টি হতে পারে।