প্রশিক্ষণ নিতে ভারতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ১০ কর্মকর্তা

ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশনের (আইটিইসি) অধীনে প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে ভারতে গেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ১০ কর্মকর্তা। সোমবার (২১ অক্টোবর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়াদিল্লিতে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া এবং আইটিইসির যৌথ উদ্যোগে সোমবার থেকে একটি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। এতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ১০ কর্মকর্তা অংশ নিয়েছেন।

‘ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স : ফ্রম ব্লুপ্রিন্ট টু বর্ডার’ শিরোনামের প্রশিক্ষণ কর্মসূচিটি স্মার্ট, সবুজ এবং স্থিতিস্থাপক স্থলবন্দরগুলোর মাস্টার পরিকল্পনার ওপর ভিত্তি করে সাজানো হয়েছে। এতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এবং ভারত থেকে ২৭ জন অংশ নিয়েছেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের বর্ডার ম্যানেজমেন্ট সেক্রেটারি ড. রাজেন্দ্র কুমার, ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান আদিত্য মিশ্র প্রমুখ।

উল্লেখ্য, আন্তর্জাতিক সক্ষমতা বৃদ্ধির জন্য আইটিইসি ১৬০ এর অধিক দেশের ২ লক্ষাধিক কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে।

এস/ভি নিউজ

পূর্বের খবর২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
পরবর্তি খবরআড়াই শতাধিক এসআইকে অব্যাহতি