করোনাভাইরাসে মৃত্যুবরণকারী ও কারাবন্দী নেতাদের পরিবারের জন্য ‘ঈদ উপহার’ দিচ্ছে বিএনপি। দলের হয়ে এ উপহার পৌঁছে দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার সকালে রুহুল কবির রিজভী মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান ও বংশালে কারাবন্দী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করে এই ঈদ উপহার পৌঁছে দেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সস্পাদক আবদুল আউয়াল খানের আজিমপুরের বাসায়ও যান রিজভী। তবে প্রয়াত আউয়ালের পরিবার কুমিল্লায় গ্রামের বাড়িতে থাকায় তাদের সঙ্গে টেলিফোনে কথা বলে খোঁজ-খবর নেন তিনি।
করোনায় সরকারের ব্যর্থতা এবং ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের দুর্ভোগের কঠোর সমালোচনা করেন রিজভী।
এ সময় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ-সভাপতি রাশেদুল হক ও ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি রিজভীর সঙ্গে ছিলেন।