প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ

রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে সরিয়ে দেওয়ার পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।

বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তারা কারওরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হন। সেখানে গিয়ে তারা দ্রুত মালয়েশিয়া যাওয়ার দাবি জানান।

এ সময় আন্দোলনকারীরা এক দফা এক দাবি মালয়েশিয়া যেতে চাই, সিন্ডিকেটের কালো হাত বুক ভেঙে দাও স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীদের একজন মইনুদ্দিন বাবু জানান, তাদের দাবি একটাই দ্রুত মালয়েশিয়া যাওয়া।

এর আগে সকাল ৯টা থেকে বিক্ষোভকারীরা কারওয়ান বাজার গোলচত্বরে জড়ো হতে থাকেন এবং সাড়ে ৯টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের কারণে সড়কে তীব্র যানজট দেখা দিলে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে তারা সোনারগাঁও হোটেলের পাশের ফুটপাতে অবস্থান নেন। এসময় পুলিশ তাদের সেখানে ঘিরে রাখে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা সকাল ৯টা থেকে কারওয়ান বাজার গোলচত্বরে অবস্থান নেন। আমরা তাদের রাস্তা ছেড়ে যাওয়ার অনুরোধ করি, কারণ কাছাকাছি হাসপাতাল-ক্লিনিক আছে এবং রোগীদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল।

মালয়েশিয়াগামী এই শ্রমিকদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে না পারেনি। এমনকি তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থও ফেরত পাননি। তাই মালয়েশিয়া যেতে না পারলেও অন্তত তারা তাদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

পূর্বের খবরযুক্তরাষ্ট্রের কোস্টগার্ডপ্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
পরবর্তি খবরTrump threatens China: More tariffs are coming on Feb. 1