করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধী টিকা নিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সুপ্রিম কোর্টের ৫৫ জন বিচারপতি। এদের মধ্যে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ জন এবং হাইকোর্ট বিভাগের ৪৮ জন বিচারপতি রয়েছেন।
এদিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দেশের সকল নাগরিককে টিকা নিতে আহ্বান জানিয়েছেন।
রবিবার বিকেল ৩টায় প্রধান বিচারপতি সস্ত্রীক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন। তবে এর আগেই গতকাল সকালেই হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমসহ বেশ কয়েকজন বিচারপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যিালয় হাসপাতালে টিকা নেন।
টিকা নেওয়ার পর প্রধান বিচারপতি বলেন, ‘আমি টিকা দিয়েছি। আমার স্ত্রীও দিয়েছে। এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয়নি। আমাদের দেশের সর্বোচ্চ আদালত হলো- আপিল বিভাগ। আপিল বিভাগের প্রত্যেক বিচারপতি টিকা দিয়েছেন। এখন পর্যন্ত হাইকোর্ট বিভাগের ৪০ জনের মতো টিকা দিয়েছেন। আরো দেবেন। সুতরাং আমি দেশবাসীকে বলবো, সবাই তাড়াতাড়ি নিবন্ধন করুন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে সবার আগে টিকা দেওয়া হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।’