প্রথম ছবিতেই হলিউডের পর্দায় অপর্ণা

অভিনেত্রী অপর্ণা কির্ত্তনীয়া শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। প্রথমবারের মতো এই অভিনেত্রী কাজ করছেন চলচ্চিত্রে।

তবে দেশের সিনেমা নয়, হলিউডের সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমার নাম ‘ফ্লিটিং লাইট’। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের জন্য সিনেমাটি নির্মাণ করেছেন হলিউডের পরিচালক লিওন লি।

হলিউডের এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে অপর্ণাকে।

এমনটাই  জানিয়েছেন অভিনেত্রী। এক বাংলাদেশি মেয়ের সঙ্গে একজন চায়নিজ ব্যবসায়ীর প্রেম, বিয়ে এবং বিচ্ছেদের রসায়ণ দেখা যাবে এ সিনেমায়।

সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে অপর্ণা কালের কণ্ঠকে বলেন, ‘প্রকৃতপক্ষে একজন অভিনেতা-অভিনেত্রীর সব সময় স্বপ্ন থাকে সে হলিউড হোক বা বলিউড হোক এরকম বড় কোন প্লাটফর্মে কাজ করবেন আর যখন সে স্বপ্নটা একদম কাছে চলে আসে, যখন সেই স্বপ্নটা আপনাকে এসে জিজ্ঞেস করে আপনি কি অভিনয় করতে চান, তখন আপনার উত্তর নিঃসন্দেহে হ্যাঁ হবে। আমার বেলায় ব্যাপারটা এরকমই হয়েছে।

আমি সাথে সাথেই আমার ডিরেক্টর লিওয়েন লিকে বলে দিয়েছি যে হ্যাঁ, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আমি অনেক কিছু শিখতে চাই, অনেক কিছু জানতে চাই। এবং ডিরেক্টর লিওয়েন লি এর সাথে কাজ করা তার থেকে বিভিন্ন রকম অভিজ্ঞতা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।

সিনেমাটিতে সুযোগ পাওয়া প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘ডিরেক্টর লিওয়েন লির অন্য একটা প্রজেক্টে আমার ফ্রেন্ড কাজ করেছিল। পরবর্তী প্রজেক্টের জন্য মিস্টার লি আমায় অডিশানে ডাকেন এবং সিলেক্ট করেন। আমি যখন মিষ্টার লিয়ের মুখে গল্পটা শুনেছি তখন আমি সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছিলাম।

আমাদের গল্পটা এমন ছিল একজন চাইনিজ ব্যবসায়ীর সাথে একজন বাংলাদেশি মেয়ের ভালোবাসা প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ। আশা করছি গল্পটা খুবই সুন্দর এবং ইউনিক। এটাকে দর্শক খুব পছন্দ করবেন, সারা পৃথিবীতে আমাদের এই গল্পটা ভীষণভাবে সাড়া জাগানো গল্পের উদাহরণ হবে।’

5
শুটিংয়ে নির্মাতা লিওয়েন লি’র সঙ্গে অপর্ণা

লিয়ন লি একজন চলচ্চিত্র নির্মাতা, যিনি অ্যাকশন, রোমান্স, ঐতিহাসিক ড্রামা এবং সাসপেন্সসহ নানা ধরণের নির্মাণের জন্য পরিচিত। সিক্স-ডি ফিল্ম স্টুডিওসের প্রেসিডেন্ট হিসেবে তিনি দর্শকদের জন্য আকর্ষনীয় গল্প পর্দায় তুলে আনতে কাজ করে যাচ্ছেন। তার কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ব্যাটল ফর গ্লোরি’, ‘ট্রিপল লাভ’, ‘ইহেনারা’, ‘গ্রিন হাট’ ও ‘ফ্রড ইন ফ্রড’। এবার তিনি আনছেন ‘ফ্লিটিং লাইট’। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই অ্যামাজন প্রাইম ভিডিওতে সিনেমাটি দেখা যাবে।

এদিকে অপর্ণা ঈদ উপলক্ষ্যে একাধিক নাটকেও অভিনয় করছেন বলে জানিয়েছেন। এছাড়া কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে অপর্ণা অভিনীত ফিচার ফিল্ম ‘সুপারি কিলার’। চলতি বছর সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুস্মিত মণ্ডল।

পূর্বের খবরলভ্যাংশ ঘোষণায় নতুন নীতিমালা, খেলাপি ঋণের প্রভাব পুঁজিবাজারে
পরবর্তি খবরচীনে জন্মহার বাড়াতে ভাতা ও বিনা মূল্যে দুধ বিতরণ