প্রতি মাসে দীপিকার আয় কত দীপিকা পড়াগোন

 

বিনোদন ডেস্ক: হলিউড-বলিউড সিনেমায় অভিনয়, প্রযোজনা মিলিয়ে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। আজ অভিনেত্রীর ৩৯তম জন্মদিন। এ উপলক্ষে হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে জেনে নেওয়া যাক দীপিকা সম্পর্কে কয়েকটি জানা-অজানা তথ্য।
২০০৫ সাল থেকে পেশাগত জীবন শুরু দীপিকার। একাধিক বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। অভিনয়ের সফর শুরু কন্নড় ছবি ‘ঐশ্বর্য’ থেকে। তার পরেই ২০০৭ সালে বলিউডে পা। প্রথম ছবিতেই শাহরুখ খানের বিপরীতে তিনি।

‘ওম শান্তি ওম’ ছবিতে শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। ১৭ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি।

বর্তমানে দীপিকা প্রায় ৫০০ কোটি রুপির সম্পত্তির মালিক। জানা যায়, প্রতি ছবির জন্য ৩০ কোটি রুপির আশপাশে পারিশ্রমিক নেন তিনি। হিসাব বলছে, প্রতি মাসে দীপিকার আয় ৩ কোটি রুপি। বার্ষিক আয় ৪০ কোটি রুপির আশপাশে।

২০১৩ সালে মুম্বাইয়ের প্রভাদেবীতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা। পরে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে জোট বেঁধে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছেই আরও একটি বাড়ি কেনেন দীপিকা।

এখানেই শেষ নয়। ওরলিতে পাঁচ কামরার একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা-রণবীরের, যার দাম ৪০ কোটি রুপি। মাঝেমধ্যেই ছুটি কাটাতে আলীবাগে ছুটে যান দীপিকা ও রণবীর। সেখানেও তাঁদের একটি বাংলো রয়েছে। সেই বাংলোর দাম ২২ কোটি রুপি।

 

পূর্বের খবরবিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান
পরবর্তি খবরগেইলের ফেসবুক স্টোরি নিয়ে এত হইচই কেন?