করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও ভেন্টিলেটরেই রয়েছেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সাবেক এই রাষ্ট্রপতির শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রয়েছে।
শুক্রবার দিল্লির সেনা হাসপাতালের বরাত দিয়ে আনন্দবাজারের খবরে বলা হয়, ফুসফুস ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখার্জী।
জানানো হয়, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির অকার্যকরিতার চিকিৎসা চলছে। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে। তার শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল।
গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। এরপর থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।