প্রকৃতি বাঁচাতে বনে পিকনিক বন্ধ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ ও প্রকৃতি বাঁচাতে বনে সব ধরনের পিকনিক (বনভোজন) বন্ধ করতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা করেন।

এসময় পরিবেশ উপদেষ্টা বলেন, রেভিনিউ যতই আসুক না কেন পরিবেশ-প্রকৃতি বাঁচাতে বনে সব ধরনের পিকনিক (বনভোজন) বন্ধ করতে হবে।

তিনি বলেন, জলবায়ু নিয়ন্ত্রণ করতে না পারলে শিগগির পৃথিবীর ৫০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে যাবে।

বনে হাতিদের উসকে দিয়ে কারা ফায়দা নিচ্ছে সেটি খুঁজে বের করার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, খাদ্যের অভাবে হাতিরা লোকালয়ে চলে আসায় কৃষকের ফসল নষ্ট হচ্ছে। যারা বন উজাড় করে হাতিদের আবাসস্থল ধংস করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।

এসময় পলিথিন ব্যাগ, গাড়ির হর্ন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহারেরও আহ্বান জানান তিনি।

এস/ভি নিউজ

পূর্বের খবরডেঙ্গুতে আরও ৮ প্রাণহানি, হাসপাতালে ভর্তি সহস্রাধিক
পরবর্তি খবরআফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ