প্যারিস অলিম্পিকঃ স্বর্ণের লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীন ছুটছে সমানতালে

Paris Olympics Athletics

প্যারিস অলিম্পিকে শুক্রবার সন্ধ্যায় মেয়েদের ৫০০ মিটার নৌকা বাইচ, ডাইভিং ও টেবিল টেনিস থেকে তিনটি স্বর্ণ জিতে যুক্তরাষ্ট্রকে টপকে পদক তালিকার শীর্ষে উঠে যায় চীন। যদিও গতকাল ১৪তম দিনশেষে টেবিলের এক নম্বর স্থানটি পুনরুদ্ধার করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময় মধ্য রাতে মেয়েদের ১০০ মিটার রিলে, মেয়েদের ৭১ কেজি ভারোত্তোলন ও ছেলেদের ৪০০ মিটার হার্ডলসের স্বর্ণ জিতে শীর্ষে উঠে যায় যুক্তরাষ্ট্র। আজ শনিবার বেলা ১২টা পর্যন্ত  ৩৩টি স্বর্ণসহ মোট ১১১টি পদক নিয়ে টেবিলের এক নম্বরে ছিল যুক্তরাষ্ট্র। সমান ৩৩টি স্বর্ণসহ মোট ৭৭টি পদক নিয়ে দুইয়ে চীন। এরপর ছিল অস্ট্রেলিয়া (১৮ স্বর্ণ), জাপান (১৬ স্বর্ণ), ব্রিটেন (১৪ স্বর্ণ), ফ্রান্স (১৪ স্বর্ণ), দক্ষিণ কোরিয়া (১৩ স্বর্ণ), নেদারল্যান্ডস (১৩ স্বর্ণ) জার্মানি (১২ স্বর্ণ), ও ইতালি (১১ স্বর্ণ)।

শুক্রবার রাতে ছেলেদের ফুটবলের স্বর্ণ জিতেছে স্পেন। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ৩-০ গোলের লিড নিয়ে বড় জয়ের পথে ছিল ফরাসিরা। যদিও ফরাসিরা ঘুরে দাঁড়ালে নির্ধারিত ৯০ মিনিট শেষে খেলা ৩-৩ গোলে সমতায় থাকে। পরে অতিরিক্ত সময়ের খেলায় আরো দুটি গোল করে ৫-৩ গোলের জয় নিয়ে স্বর্ণ জিতে নেয় স্পেন। সদ্যই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করা লা রোহাদের অনূর্ধ্ব-২৩ দল এবার পেল অলিম্পিক মুকুট। এদিকে, নারীদের হকির স্বর্ণ জিতে নেয় নেদারল্যান্ডস। ফাইনালে তারা টাইব্রেকারে হারিয়েছে চীনকে।

শুক্রবার রাতে ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রের রাই বেঞ্জামিন, ছেলেদের ট্রিপল জাম্পে স্পেনের জর্ডান ডিয়াজ, ছেলেদের ৪০০ মিটার রিলেতে কানাডা, মেয়েদের ১০০ মিটার রিলেতে যুক্তরাষ্ট্র, বিচ ভলিবলে ব্রাজিল, মেয়েদের শটপুটে জার্মানির ইয়েমিসি ওগুনলেয়া, মেয়েদের ১০ হাজার মিটারে কেনিয়ার বিয়াট্রিচ চেবেত, মেয়েদের ৪০০ মিটারে ডমিনিকান রিপাবলিকের মেরিলেইদি পলিনহো, ছেলেদের ম্যারাথন সাঁতারে হাঙ্গেরির ক্রিস্টোফ রাসোভস্কি স্বর্ণ জিতেছেন।

আজ মেয়েদের ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়।

আজ ছেলেদের হাই জাম্প, ৮০০ মিটার, ৫ হাজার মিটার, ৪০০ মিটার রিলে, বাস্কেটবল, বিচ ভলিবল, ভলিবল, মেয়েদের ১০০ মিটার হার্ডলস, জ্যাভেলিন, ১৫০০ মিটার, ৪০০ মিটার রিলে ফাইনাল অনুষ্ঠিত হবে।

এস/ভি নিউজ

পূর্বের খবরস্বৈরাচারী শাসনামলে মানুষ ন্যায়বিচার পায়নি
পরবর্তি খবরট্রেন বন্ধ, বন্দর ইয়ার্ডে তিনগুণ কন্টেইনার