বলিউড দম্পতি দীপিকা পাডুকোন- রণবীর সিংয়ের প্রথম সন্তানের জন্ম হয়েছে চলতি মাসের ৮ সেপ্টেম্বর । মা হওয়ার পর দীপিকার জীবন অনেকটাই বদলে গেছে। সম্প্রতি অভিনেত্রী একটি ইনস্টাগ্রাম রিলস রি-শেয়ার করে সেকথাই জানান দিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দীপিকার ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়,পর্দা থেকে সরে যাচ্ছেন এক ব্যক্তি।
আর একজন নারী ঘুম থেকে জেগে উঠছেন, রান্নাঘরের দিকে যাচ্ছেন, খাবার ঠিক করছেন, তার প্লেটের দিকে তাকিয়ে আছেন এবং তারপরে ডাইনিং টেবিলে বিশৃঙ্খলভাবে খাওয়ার চেষ্টা করছেন। প্রথম কামড় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘুমে অচৈতন্যর মতো অবস্থা।
রিলটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘বড়রা যদি নবজাতকের মতো খেত’।
ভিডিওতে নবজাতকের মতোই মুখ খুলে রাখা, যেভাবে বাচ্চারা মাতৃদুগ্ধের জন্য মাকে খোঁজ করতে থাকে।
দেখে মনে হচ্ছে দীপিকাও ভিডিওটির সঙ্গে নিজেকে রিলেট করতে পারছেন, আর পাঁচটা নতুন মায়ের মতোই।
তার এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।