পুলিশের ঊর্ধ্বতন পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল করেছে সরকার। ২০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। তারা সবাই অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, বদলি হওয়া ২০ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৯ জন ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

পদায়নকৃত কর্মকর্তাগণের নামের তালিকা দেখতে ক্লিক করুন এখানে-

পূর্বের খবরমার্কিন ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’ কে এই উষা?
পরবর্তি খবরধনকুবেরদের ধন আগের চেয়েও দ্রুত বাড়ছে: অক্সফাম