পার্থে অস্ট্রেলিয়াকে নাস্তানাবুদ করে সিরিজ শুরু ভারতের

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর অস্ট্রেলিয়ায় কিভাবে ঘুরে দাঁড়ায় ভারত সেটাই ছিল দেখার। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ভারতকে। সেই ভারত শেষ পর্যন্ত পাশার দান পাল্টে দিয়ে ঘুরে দাঁড়িয়ে জয় তুলেছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে। এমন জয়ের পর পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এখন ১-০ তে এগিয়ে সফরকারী ভারত।

ভারতের দ্বিতীয় ইনিংসের পর অস্ট্রেলিয়ার হার এক রকম লেখা হয়ে গিয়েছিল। ভারতের দারুণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ছিল ৫৩৪ রানের। যেই টার্গেট টপকে টেস্ট জয়ের রেকর্ড নেই কোনো দলের।

অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল বরং এই টেস্ট ড্র’করার। তবে সেই স্বপ্ন তৃতীয় দিনেই গুঁড়িয়ে দেয় ভারতীয় বোলাররা। ১২ রানেই তিন অজি ব্যাটারকে সাজঘরে পাঠায় দলটি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কতদূর যাবে অজিরা সেই প্রশ্ন ছিলই।

তবে শেষ পর্যন্ত লড়াই করেছিল অজিরা। দ্বিতীয় ইনিংসে ২৩৮ রান তুলতে পেরেছি অজিরা। যা তাদের হারের ব্যবধান কমিয়েছে। অজিদের দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

এর আগে ভারতকে ১৫০ রানে অলআউট করে প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অলআউট হয় ভারত। বুমরাহ শিকার করেন ৫ উইকেট। পরে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করে ভারত।

যশস্বী জয়সওয়াল ১৬১ রান করেন, আরেক ওপেনার লোকেশ রাহুল করেন ৭৭ রান। শেষ দিকে বিরাট কোহলি ১০০ ও নিতীশ কুমার ৩৮ রানে অপরাজিত ছিলেন। ভারত ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৪৮৭ রানে। যার জবাবে অজিদের হয়ে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমিয়েছেন ট্রাভিস হেড।

পূর্বের খবরমির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা
পরবর্তি খবরশ্রম সচিবের সতর্কতা, নতুন করে অসন্তোষ তৈরি হতে পারে