পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আন্ত সরকার সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) যোগ দিতে পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বরাত দিয়ে এনডিটিভি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাদে এসসিওর সম্মেলন হবে। সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ ২০১৫ সালে ভারতের কোনো মন্ত্রী পাকিস্তান গিয়েছিলেন। সে সময় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আফগানিস্তানসংক্রান্ত একটি সফরে সে দেশে গিয়েছিলেন।

উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের মধ্যে বরাবরই দা-কুমড়ার সম্পর্ক। এই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলোয়ামায় ভারতীয় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার হামলার পর থেকে।

সেই হামলায় অন্তত ৪০ জন সেনা প্রাণ হারিয়েছিলেন।
এস/ভি নিউজ 
পূর্বের খবরনিরপেক্ষ থাকতে চায় উপসাগরীয় আরব দেশগুলো
পরবর্তি খবরসাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন