পাকিস্তানের করাচিতে স্টক এক্সচেঞ্জে বন্দুকধারীরা হামলা করেছে।
পুলিশের পাল্টা হামলায় চার বন্দুকধারী নিহত হবার আগে অন্তত দুজনকে হত্যা ও কয়েকজনকে আহত করেছে।
হামলাকারীরা স্টক এক্সচেঞ্জ ভবনের প্রবেশ পথে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় ও গুলি করতে শুরু করে।
কিন্তু যেই ফ্লোরে নিয়মিত ট্রেডিং হয় সেখানে তারা হামলা চালাতে পারেনি বলে বলছে পুলিশ।
জঙ্গি গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে।
বালুচ নৃ গোষ্ঠী দীর্ঘদিন ধরে নিজস্ব ভূখন্ডের দাবিতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে।
পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এর পরিচালক আবিদ আলী হাবিব বলেছেন, কার পার্ক থেকে এসে বন্দুকধারীরা হামলা চালায় এবং প্রত্যেকের ওপর গুলি চালাতে শুরু করে।
তবে জিও টিভি বলছে ভবনের ভেতরে আটকাপড়া লোকজনকে পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়েছে।