পাকিস্তানে জঙ্গি হামলায় ১০ পুলিশ নিহত, তালেবানের দায় স্বীকার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ডেরা ইসমাইল খানের কাছে একটি ফাঁড়িতে জঙ্গি হামলায় অন্তত ১০ সীমান্ত পুলিশ নিহত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ইসলামপন্থি জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেছে।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক, পুলিশের তিনটি ঊর্ধ্বতন সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, জঙ্গিদের একটি বড় দল ফাঁড়িতে ঢুকে সীমান্তের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা করে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমিন খান গান্দাপুর শুক্রবার এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়ে এর নিন্দা করেছেন।

দায় স্বীকার করে এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বলেছে, ঊর্ধ্বতন নেতা ওস্তাদ কুরেশিকে হত্যার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।

এদিকে, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজৌর জেলায় এক গোয়েন্দা দুই আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

২০২১ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকি লক্ষ্য করে বেশি হামলা চালানো হয় দেশটিতে।

ইসলামাবাদের দাবি, পাকিস্তানের তেহরিক-ই-তালেবান আফগানিস্তানকে একটি ঘাঁটি হিসাবে ব্যবহার করে। ক্ষমতাসীন তালেবান প্রশাসন সীমান্তের কাছে এই গোষ্ঠীটিকে নিরাপদ আশ্রয় দিয়েছে। তবে তালেবান তা অস্বীকার করেছে।

এস/ভভি নিউজ

পূর্বের খবরSome news outlets, individuals spreading lies on number of policemen killed in uprising: CA Press Wing
পরবর্তি খবরকমলার সমর্থনে জর্জিয়ার সমাবেশে ওবামা, আগাম ভোট দেওয়ার আহ্বান