নুসরাতের সাবেকের সঙ্গে সৌরসেনীর প্রেম প্রকাশ্যে?

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিলের জীবনজুড়ে এখন শুধুই সৌরসেনী! এই ফিসফিসানি বছর খানেক ধরেই চলছে।

কথায় বলে প্রেমের খবর নাকি চাপা থাকে না, বাতাসে ভাসে। টলিপাড়ার বাতাসে গুঞ্জন নিখিলেই মজেছেন সৌরসেনী। নিখিলের জন্মদিনে সেই গুঞ্জনের হাওয়া ফের গরম! মনের কথা সামাজিক মাধ্যমে লিখলেন সৌরসেনী।

নিজেদের একগুচ্ছ ছবি পোস্ট করে নায়িকা লিখেছেন, আরও এমন ঝগড়া, মান ভাঙানোর পালা চলতে থাকুক। শুভ জন্মদিন এনজে। তোমার সঙ্গে প্রতিদিন আরও সুন্দর হয়ে ওঠে।

সৌরসেনীর এই পোস্ট দেখে চোখ গোলগোল অনেকেরই! তবে কি এই পোস্টের মাধ্যমেই প্রেমে সিলমোহর দিলেন নায়িকা? সৌরসেনীর পোস্ট নিজের ইনস্টায় শেয়ার করে নিয়েছেন নিখিলও।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে নিখিল জৈনের সঙ্গে রূপকথার বিয়ে সেরেছিলেন নুসরাত জাহান। দু-বছরের মাথাতে নুসরাত আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়েছেন, নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, ‘শারীরিক সম্পর্ক’ করেছিলেন তিনি। তাই ‘বিবাহ-বিচ্ছেদ’-এর প্রশ্নই নেই।

নুসরাত সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে বলেছিলেন, ‘তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই বিয়েটা অবৈধ। তার ওপর এটা যেহেতু হিন্দু-মুসলিম বিয়ে সেক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে এই বিয়েতে স্বীকৃতি দরকার। সেটা হয়নি। ফলে এটা বিয়েই নয়’।

২০২১ সালে যশের সন্তানের মা হন নুসরাত। এখন যশ-ইশানকে ঘিরেই তার জীবন। তবে কি সৌরসেনীর হাত ধরে নতুন জীবন শুরু করবেন নিখিল? সেই প্রশ্নের উত্তরে খোঁজে সকলেই।

পূর্বের খবরআদানির সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ হাইকোর্টের
পরবর্তি খবরবিচারের মুখোমুখি করতে হাসিনাকে ফিরিয়ে দিতে হবে দিল্লির: ড. ইউনূস