আশরাফুল আবেদীন; পাবনা প্রতিনিধি
পাবনা জেলার ঈশ্বরদী রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত অবস্থায় ছাদ থেকে পড়ে মিনারুল ইসলাম মিঠু (২৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মিঠু উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের মজনু প্রামাণিকের ছেলে। সে প্রকল্পের নিকিম কোম্পানিতে কর্মরত ছিলো।
মিনারুল ইসলাম মিঠুর চাচা আকাশ আলী জানান, প্রতিদিনের মত প্রকল্পে কাজ করা অবস্থায় গত বুধবার দোতলার ছাদ থেকে অসাবধানতা বশত: পা পিছলে নীচে পড়ে যায়। এতে তার মেরুদণ্ড ভেঙে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কান্তি কুমার মোদক জানান, রুপপুর প্রকল্পের শ্রমিক মিনারুল ইসলাম মিঠু মৃত্যুর পরে রাজশাহীর রাজপাড়া থানা থেকে আমাদের অবহিত করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে পাঠানো হবে বলে জানান।
এস/ভি নিউজ