নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈশ্বরদীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত

আশরাফুল আবেদীন; পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে জাতীয় ও দলীও পতাকা উত্তোলন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ সকাল ৯টায় ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল এর সভাপতিত্বে পৌর যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন নিপার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সদ্য কারামুক্ত সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আনোয়ার হোসেন জনি, সদ্য কারামুক্ত বিএনপি নেতা দুলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক পাবনা জেলা যুবদলের সদস্য ও সাঁড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আক্কেল মালিথা, পৌর যুবদলের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক আবু সাঈদ লিটন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান সোনা মনি, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসান, পৌর যুবদলের দলের সদস্য সচিব সাজেদুজ্জামান জিতু সহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।

জাতীয় ও দলীও পতাকা উত্তোলন শেষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এস/ভি নিউজ

পূর্বের খবরDown to the wire: Trump, Harris in final week push
পরবর্তি খবর‘রাষ্ট্রপতিকে সরানোর পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি’