‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি।
দলীয় সূত্র জানিয়েছে, আজ বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হবে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ গিয়ে শোভাযাত্রা শেষ হবে।
এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করবেন বলে জানা গেছে।
কর্মসূচির মধ্যে বড় পরিসরে শোভাযাত্রা করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
অন্যান্যবার বিএনপি নয়াপল্টন থেকে শান্তিনগর বা মালিবাগ পর্যন্ত শোভাযাত্রা করত। এবার শোভাযাত্রার পথ লম্বা করছে দলটি।
নয়াপল্টন থেকে শোভাযাত্রা শুরু হবে। কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শোভাযাত্রা শাহবাগ মোড় যাবে। এরপর হোটেল ইন্টারকনটিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রা শেষ হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি সমাপনী বক্তব্য দেবেন।
এস/ভি নিউজ