নতুন বিরোধ থামাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির ঘোষণা হামাসের

 

 

ভিনিউজ : পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আরব নিউজ জানিয়েছে, হামাসের এই বৃহস্পতিবারের ঘোষণা দৃশ্যত গাজা উপত্যকায় নতুন করে হুমকি হয়ে ওঠা একটি বড় বিরোধের নিষ্পত্তি করবে।

হামাস বলেছে, মিসর ও কাতারের মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছে, তারা ‘সব বাধা দূর করতে’ কাজ করবে এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন থাকবে।

বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, আগামী শনিবার আরও তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে।

এদিকে, হামাসের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরব নিউজ বলছে, এর ফলে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আপাতত অব্যাহত থাকবে। তবে ভবিষ্যত এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

এর আগে, ইসরায়েলি সেনারা গাজায় তাঁবু এবং আশ্রয়কেন্দ্রে প্রবেশের করে যুদ্ধবিরতি চুক্তিকে অসম্মান করেছে বলে অভিযোগ তোলে হামাস। ফলে হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিলম্বিত করবে বলে জানায়। তবে চুক্তির সময় অনুযায়ী মুক্তি না দিলে নতুন করে হামলা চালানোর হুমকি দিয়েছিল ইসরায়েল।

হামাসের মুখপাত্র আবদেল লতিফ আল-কানুয়া বলেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাক, এমনটাতে আমরা আগ্রহী নই। আমরা চুক্তি বাস্তবায়ন ও দখলদার ইসরায়েল যেন তা পুরোপুরি মেনে চলে, এটি নিশ্চিত করতে আগ্রহী।

কানুয়া বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু যে হুমকি ও ভয় দেখানোর ভাষা ব্যবহার করেছেন, তা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধ কাজ।

এ অবস্থায় গাজা প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল গতকাল বুধবার মিশরীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে অচলাবস্থা নিরসনের চেষ্টা করে। আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মধ্যস্থতাকারী মিসর ও কাতার যুদ্ধ ফিরে আসা ঠেকাতে সমাধান খোঁজার চেষ্টা করছে।

 

পূর্বের খবরপুতিন-ট্রাম্প ফোনালাপকে ‘সফল’ বলে প্রশংসা ন্যাটো প্রধানের
পরবর্তি খবরভালোবাসার প্রথম প্রকাশ চুমু : চুমুর উপকার জানলে অবাক হবেন