বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। একসময় একের পর এক হিট সিনেমায় দেখা গেছে তাকে। তবে বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দুরে আমিশা। ব্যস্ত রয়েছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়েই।
বুধবার (১৩ নভেম্বর) আমিশা প্যাটেল তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, কোনো রেস্তোরাঁয় চেয়ারে বসা নির্বাণ।
নির্বাণও লেখেন ‘ডার্লিং’। তাতেই শুরু হয়েছে গুঞ্জন। দুজনের বয়সের পার্থক্য অনেক।
ক্যারিয়ার সমৃদ্ধ করতে আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রের বস্টনে বায়ো ইঞ্জিনিয়ারিংয়ে পড়া শুরু করেছিলেন। কিন্তু তা শেষ না করে বদলে ফেলেন বিষয়। স্নাতক হন অর্থনীতিতে। পড়াশোনার শেষে বিদেশে চাকরিও পেয়েছিলেন; কিন্তু দেশে ফিরে তিনি জুড়ে যান নাট্যাভিনয়ের সঙ্গে। শুরু হয় অভিনেত্রী হয়ে ওঠার প্রস্তুতি। একের পর এক ব্যবসা সফল ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। মাঝে একবার আর্থিক প্রতারণায় তার নাম জড়ায়। দীর্ঘদিন বলিউডে থাকলেও কোনো নায়কের সঙ্গে নাম জড়ায়নি তার। এবার তাকে দেখা গেল শিল্পপতি নির্বাণ বিড়লার সঙ্গে। তবে কি প্রেমে মজেছেন আমিশা? এখন অভিনেত্রীর ঘোষণার অপেক্ষায় ভক্তরা।