ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার : হাসান আরিফ

সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

শুক্রবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হাসান আরিফ।

হাসান আরিফ বলেছেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। নির্বাচন কমিশনে যারা এসেছেন সবাই অভিজ্ঞ। তারা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি।

দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে। সেইসঙ্গে আন্তর্জাতিক পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।

এস/ভি নিউজ

পূর্বের খবরপাকিস্তানে আফগান সীমান্তের কাছে গুলিতে নিহত ৩৮
পরবর্তি খবর৫ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা