ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় সংগ্রহ করেছে সিআইডি, চলছে পরীক্ষা-নিরীক্ষা

ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। ইতোমধ্যে এ আলামত সংগ্রহ করেছে সিআইডি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ।

তিনি বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে সিআইডির একটি ফরেনসিক টিম ভবনের নিচে এসে এক টুকরো হাড়, এক সেট জামা ও এক জোড়া জুতা সংগ্রহ করেছে। তারা সেগুলো পরীক্ষা করে দেখবে হাড়টি মানুষের কিনা।

বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান যুগান্তরকে জানান, ঘটনাস্থল থেকে হাড়, জামা ও জুতাসহ বেশ কিছু স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। সিআইডির ফরেনসিক টিম সেগুলো পরীক্ষা করে দেখবে, এর সঙ্গে সন্দেহজনক কোনো কিছুর সংশ্লিষ্ট আছে কি না।

এর আগে রোববার আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কি-না এমন সন্দেহে ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পর সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

পূর্বের খবরযুক্তরাষ্ট্রের উৎসবে ‘নীলচক্র’
পরবর্তি খবরসিরাজগঞ্জের সাবেক এমপিসহ দুই দিনে ১৮২ জন গ্রেফতার