দ্বিতীয় সেশনে শুধু জুটি ভাঙার স্বস্তি বাংলাদেশের

রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম সেশনে উইকেটশূন্য ছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনে শুধু সৌদ শাকিলের উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ১৪১ রান করা শাকিলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। এই সেশনে ২৮ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান তুলে চা বিরতিতে গিয়েছে পাকিস্তান। ১৩৪ রানে অপরাজিত রিজওয়ান। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত আগা সালমান।

অবশেষে জুটি ভাঙলেন মিরাজ

অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বল, সামনে বাড়িয়ে খেলতে চেয়েছিলেন সৌদ শাকিল। টার্নে পরাস্ত হয়েছেন। বাকি কাজটি সেরেছেন উইকেটকিপার লিটন দাস। যে সময় উইকেট ভাঙে, শাকিলের পা ছিল লাইনের ওপর। বেশ কিছুটা সময় নিয়ে আউট দিয়েছেন টেলিভিশন আম্পায়ার। তাতে ভেঙেছে ২৪০ রানের পঞ্চম উইকেট জুটি। শাকিল থেমেছেন ২৬১ বলে ১৪১ রান করে।

তিন শ পেরিয়ে পাকিস্তান

চতুর্থ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১৯২ রানের জুটি গড়ে পাকিস্তানের দলীয় সংগ্রহ তিন শ পার করেছেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। ১০৯ রানে ব্যাট করছেন শাকিল। রিজওয়ান অন্য প্রান্তে ১১৬ রানে অপরাজিত।

পাকিস্তান প্রথম ইনিংস: ৮৩ ওভারে ৪ উইকেটে ৩১০।

সৌদ শাকিলেরও সেঞ্চুরি

দ্বিতীয় সেশনের ৯ম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে ২টি রান নিয়ে টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন সৌদ শাকিল। ১৯৫ বলে সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁহাতি।

রিজওয়ানে অন্য প্রান্তে ১১০ রানে অপরাজিত। পাকিস্তান প্রথম ইনিংস: ৮০ ওভারে ৪ উইকেটে ২৯৫।

এস/ভি নিউজ

পূর্বের খবরবাংলাদেশে বন্যা ত্রিপুরায় বাঁধের পানি ছাড়ার কারণে নয়: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
পরবর্তি খবরডিম, ব্রয়লার মুরগি ও মাছের দাম স্থিতিশীল