দৌড়াচ্ছেন অক্ষয়, খুঁড়িয়ে চলছেন কঙ্গনা

বিগত কয়েক বছর ধরেই বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতে পারছেন না বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। অভিনেতার একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। তাই অক্ষয়ের সফল জনরা দেশভক্তির ওপরেই তাকিয়ে রয়েছেন তার ভক্তরা। মুক্তির প্রথম দিন আশার আলোও দেখিয়েছে ‘স্কাই ফোর্স’।

এরপর থেকে বক্স অফিসে মোটামুটি ভালই চলছে সিনেমাটি। বলতে গেলে বক্স অফিসে এখন দৌড়াচ্ছেন অক্ষয়। অন্যদিকে বহুল আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ‘ইমার্জেন্সি’ বক্স অফিসে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভারতীয় বক্স অফিসে অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি ৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে।

ফলে গত ৫ দিনে এর মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৭৫ কোটি টাকায়। মুক্তির প্রথম দিন এটি ১২ কোটি ২৫ লাখ আয় করে। উইকেন্ডে আয় অনেকটাই বাড়ে সিনেমাটির। শনি এবং রবিবার যথাক্রমে ২২ এবং ২৮ কোটি টাকা ঘরে তোলে এটি।
সোমবার সেই আয়ের পরিমাণ কমে দাঁড়ায় ৭ কোটিতে। মঙ্গলবার আরও কিছুটা কমে আয়। এমনটাই জানানো হয়েছে।স্কাই ফোর্স ভারতীয় সেনার সাহসিকতা, আবেগ এবং দেশপ্রেমের উদযাপন নিয়ে নির্মিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা যা প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে এবং অমর কৌশিক।

২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘স্কাই ফোর্স।’

এদিকে কঙ্গনার ‘ইমার্জেন্সি’ আশানুরুপ ব্যবসা করতে পারছে না। সিনেমাটি মঙ্গলবার মাত্র ২০ লাখ টাকা আয় করেছে। ফলে মাত্র ১২ দিনেই সিনেমার ব্যবসা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বলা যায়। প্রথম সপ্তাহে কঙ্গনার সিনেমাটি বক্স অফিসে মোট ১৪ কোটি ৩০ লাখ টাকার ব্যবসা করে। তারপর দ্বিতীয় শুক্রবার আয় করে ৪০ লাখ টাকা। শনি এবং রবি সেই আয়ের পরিমাণ কিছুটা বেড়ে হয় ৮৫ লাখ এবং ১ কোটি ১৫ লাখ টাকা। সোমবার আসতেই পড়ে আয়ের পরিমাণ। সোমবার এবং মঙ্গলবার ২০ লাখ করে ঘরে তুলতে পেরেছে এটি। ফলে সিনেমার মোট আয় এখন দাঁড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকায়।

‘ইমার্জেন্সি’তে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত ভারতে হওয়া ২১ মাসের ইমার্জেন্সি পিরিয়ডের ওপর নির্ভর করেই তৈরি সিনেমাটি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন কঙ্গনা। রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে এবং মহিমা চৌধুরী। প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের শেষ অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘ইমার্জেন্সি’ অন্যতম।

পূর্বের খবর৫ আগস্টকে দিবস ঘোষণা করবে সরকার
পরবর্তি খবরআওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রেসসচিবের ফেসবুক পোস্ট