স্টার্ফ রিপোর্টার: আজ (৩ ডিসেম্বর) রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর দেশে চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুয়ায়ি, আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের ৫৬ পৌরসভায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় ৫৬টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার ২৬ জানুয়ারি। চতুর্থ ধাপে ৩১টি পৌরসভায় ইভিএম-এ ও বাকি ২টিতে ব্যালটে ভোট গ্রহণ হবে।