দেশব্যাপী লকডাউন চলাকালীন শুধুমাত্র হোয়াটসঅ্যাপে লিখেছিলেন দেড় লক্ষ শব্দ।লেখক দেশের দুই প্রান্তে দুই ভিন্ন শহরে থেকে লিখেছিলেন। একজন কলকাতার অর্য্যাণী ব্যানাজিৃ, অপর জন দিল্লির তাপস গুপ্ত। সেই লেখাই ব্লু রোজ পাবলিশার্স থেকে বই হিসেবে প্রকাশিত হয়। নাম-‘দ্য ম্যাড অ্যাড ইয়ারস’। শনিবার, কলকাতা প্রেস ক্লাবে বইটির উদ্বোধনে দুই লেখকের সঙ্গে ছিলেন শামসুল আরেফিন, ত্রিদিব চ্যাটার্জি, বিপ্লব গাঙ্গুলি ও স্নেহাশিস সুর।