বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশজুড়ে বিরাজমান ছাত্রলীগ-যুবলীগের ধর্ষণ মহামারি। তাদের সিরিজ ধর্ষণের ঘটনায় জাতি হিসেবে আমরা লজ্জিত। ড. মোশাররফ আজ মঙ্গলবার কুমিল্লা সদরে তার বাসভবনে দাউদকান্দি উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় এইসব কথা বলেন।
দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন, বিএনপি নেতা একেএম শামছুল হক, আবুল হাসেম, মিঞা মো. মিজানুর রহমান, এম.এ লতিফ ভূঁইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, দাউদকান্দি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইফুল আলম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. রুহুল আমিন ও ফরিদা ইয়াসমিন ডলি প্রমুখ।