জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ ও বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, দূর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও আবহমান কাল ধরে এই উৎসব ধর্ম নির্বিশেষে সকল বাঙালি ও আদিবাসী জনগণের কাছে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব সবার জন্য আনন্দ বয়ে আনে।
জাসদের বিবৃতিতে বলা হয়, মানব জাতির শত্রু অশুভ শক্তিকে নির্মূল করে কল্যাণ ও মঙ্গল প্রতিষ্ঠাই দূর্গা পূজার মূল চেতনা। জাসদের বিবৃতিতে আরো বলা হয়, জাতিকে বিভক্তকারী সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদি শক্তি, সন্ত্রাসবাদি শক্তি, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী শক্তি ও অশান্তির শক্তিসহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির ঐক্যবদ্ধ লড়াই ও সংগ্রাম বজায় রাখার মধ্যেই শারদীয় দুর্গোৎসবের চেতনা ও তাৎপর্য নিহিত আছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, যে কোনো ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তাহীনতার প্রসঙ্গ উঠলে সেই দেশ, রাষ্ট, সমাজের জন্য তা সীমাহীন লজ্জার বিষয়।
জাসদের বিবৃতিতে, ধর্ম যার যার দেশ ও রাষ্ট্র সবার— এমন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে দেশ-রাষ্ট্র-সমাজে ভূমিকা রাখার জন্য শুভবুদ্ধিসম্পন্ন সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে সর্বদা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এস/ভি নিউজ