দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী

ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার হলো ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত চলচ্চিত্র উৎসব অধিদপ্তর নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করা হয়। ভারতীয় চলচ্চিত্র জগৎ থেকে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারা গঠিত একটি কমিটি পুরস্কার প্রাপকের নাম নির্বাচন করে। ১৯৬৯ সালে প্রথম এই পুরস্কার প্রচলন করে। সেই ধারাবাহিকতায় এবারের ৭০তম দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মহাগুরু খ্যাত বলিউড ও টালিউড তারকা মিঠুন চক্রবর্তী।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্সে খবরটি ভাগ করে নিয়েছেন। কিংবদন্তি অভিনেতাকে ভারতীয় সিনেমায় অনবদ্য অবদানের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে। অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘মিঠুনদার অসাধারণ সিনেমাটিক জার্নি প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। দাদাসাহেব ফালকে সিলেকশন জুরি কিংবদন্তি অভিনেতাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সিনেমায় অবিস্মণীয় অবদানের জন্য নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর।’ ৮ অক্টোবর ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তীকে পুরস্কারটি প্রদান করা হবে।

সংবাদ সংস্থাকে মিঠুন বলেন, ‘আমার কাছে কোনো ভাষা নেই। আমি হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। এটা অনেক বড় ব্যাপার আমার জন্য। আমি কল্পনাও করতে পারিনি। খুবই খুশি। কলকাতার একটা ছেলেকে যে ভালোবাসা মানুষ দিয়েছেন, সেটা অনেক বড় ব্যাপার আমার জন্য। আমি আমার পরিবার ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার সব ভক্তদের তা উৎসর্গ করতে চাই।’

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত তার সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি টাকা আয় করেছিল। যা সেই সময়ের সিনেমাগুলোর ক্ষেত্রে বড় বিষয় ছিল। ৮ অক্টোবর, ২০২৪-এ ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে অভিনেতাকে এই সম্মান প্রদান করা হবে। মিঠুন তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। তিনি হিন্দি, বাংলা, ওড়িয়া, ভোজপুরি, তামিল, তেলুগু, কন্নড় এবং পাঞ্জাবি চলচ্চিত্র-সহ বিভিন্ন ভাষার অনেক চলচ্চিত্রে কাজ করেছেন।

জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। ‘মিঠুন চক্রবর্তী ভারতীয় চলচ্চিত্রে অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন। যা অত্যন্ত আনন্দের। তিনি সাংস্কৃতিক দুনিয়ার একজন আইকন। তার বহুমুখী অভিনয় দক্ষতার জন্য প্রজন্মজুড়ে প্রশংসিত। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা।’

১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মৃগয়া’ সিনেমাটির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন। মিঠুন ‘ডিস্কো ডান্সার’, ‘প্যায়ার ঝুকতা নেহি’, ‘হাম পাঁচ’, ‘বক্সার’, ‘পেয়ারি বহনা’, ‘প্রেম প্রতিজ্ঞা’ ছবিতেও কাজ করেছেন। এ ছাড়া তার ঝুলিতে সুপারহিট একঝাঁক সিনেমা রয়েছে। যা বারবার মন ছুঁয়ে গিয়েছে সব বয়সী দর্শকের।

এস/ভি নিউজ

পূর্বের খবরইলিশ মাছ খেলে শরীরে মিলবে যত পুষ্টি
পরবর্তি খবর‘আমি সত্যিই ভাষাহীন…’, পরিবার ও ভক্তদের দাদাসাহেব ফালকে পুরস্কার উৎসর্গ মিঠুনের