দাদাগিরি ছাড়ছেন সৌরভ!

 

ভিনিউজ : দাদাগিরি তাঁকে ছাড়া! ভাবাই যায় না। মাঠে তাঁর মতো দাদাগিরি আর কে করেছে! তবে এবার আর সৌরভকে নাকি দেখা যাবে না দাদাগিরি অনুষ্ঠানে। তা হলে সৌরভ কি আর দাদাগিরি করবেন না! তা ঠিক নয়।

নতুন মোড়কে দাদাগিরি করবেন দাদা। তবে বদলে যাচ্ছে প্লাটফর্ম। দীর্ঘদিন ধরে যে টিভি চ্যানেলে সঞ্চালকের ভূমিকায় দেখা যেত মহারাজকে সেখানে আর দাদাগিরিকে দেখা যাবে না।

সূত্রের খবর, সংশ্লিষ্ট চ্যানেলের সঙ্গে সৌরভ চুক্তি নবায়ন করেননি। তবে দাদার দাদাগিরি বন্ধ হচ্ছে না। নতুন মোড়কে আসবেন দাদা। শুধু বদলে যাচ্ছে প্ল্যাটফর্ম। যে চ্যানেলে হত তার প্রতিদ্বন্দ্বী চ্যানেলের সঙ্গে সৌরভ যুক্ত হচ্ছেন বলে খবর।

পুজোর পর থেকে শুটিং শুরু হবে। দর্শকদের জন্য সুখবর, সংশ্লিষ্ট নতুন চ্যানেলে এক নয় দুটি শো করবেন সেৌরভ । ‌ সূত্রের খবর, বাংলায় বিগ বস বাংলায় সঞ্চালনা করবেন সৌরভ।

 

পূর্বের খবরঅগ্রিম বুকিংয়ে ঝড় তুলছে সালমানের ‘সিকান্দার’
পরবর্তি খবরঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল