পুলিশ সাধারণত সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে থানায় এনে বন্দী করে রাখে। কিন্তু এবার থাইল্যান্ডে ঘটেছে উল্টো ঘটনা। থাইল্যান্ডে প্রায় ২০০ বানরের একটি দল একটি পুলিশ স্টেশনে হামলা করে সেখানকার পুলিশদের বেশ কয়েক ঘণ্টা আটকে রেখেছিল।
থাইল্যান্ডের মধ্যাঞ্চলের লপবুরি প্রদেশের রাজধানী লপবুরিতে গত শনিবার এমনই এক ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল বানরের আক্রমণের শিকার হওয়া অবশ্য থাইল্যান্ডের এই নগরের বাসিন্দাদের জন্য নতুন নয়। অনেক দিন ধরেই তাঁরা বানরের অত্যাচারে অতিষ্ঠ। সেখানে বানরের সংখ্যা দ্রুত বাড়ছে।
যেমনটা হয়েছে থাইল্যান্ডের লপবুরি পুলিশ স্টেশনে। শনিবার হঠাৎ প্রায় ২০০ বানর বেরিয়ে আসে এবং নগরজুড়ে তাণ্ডব শুরু করে। একপর্যায়ে বানরের একটি দল লপবুরি থানায় হানা দেয়।
সোমচাই সিদি বলেন, শনি ও রোববার পুলিশ সদস্যদের অনেকটা বাধ্য হয়ে থানার ভেতর দরজা-জানালা বন্ধ করে থাকতে হয়।
পরে বানর তাড়াতে অন্যান্য বাহিনীর সদস্যদের পুলিশ স্টেশনে ডেকে আনতে হয়। তাঁরা এসে দখলদার হামলাকারীদের তাড়িয়ে লপবুরি থানায় আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করেন। রোববার এক ফেসবুক পোস্টে পুলিশই এ কথা জানিয়েছে।
তবে সব বানর এখনো থানা ছেড়ে যায়নি। গতকালও বেশ কয়েকটি বানরকে থানা ভবনের ছাদে ঘোরাফেরা করতে দেখা গেছে। খাবারের খোঁজে বানরের আবাসিক এলাকায় আক্রমণ ঠেকাতে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ রাস্তায় নেমে সেগুলোকে ধরার চেষ্টা করছে।
এস/ভি নিউজ