তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

সরকারবিরোধী আন্দোলন চলাকালে বাড্ডায় একজনকে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার আজ বুধবার এ আদেশ দেন।

এর আগে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আদালতে হাজির করা হয়। তাঁকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে বাড্ডা থানা-পুলিশ।

রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, বাড্ডার সুমন শিকদার হত্যা মামলায় আসামি তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ হত্যা মামলার পলাতক আসামিদের সম্পৃক্ত থাকার তথ্য জানার জন্য আসামি তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অপর দিকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পক্ষের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। তাঁকে নিয়ে গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, সাবেক কাউন্সিলর, সাবেক সরকারি কর্মকর্তাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও রয়েছেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০০২ সালে অবসরে যান তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এস/ভি নিউজ

পূর্বের খবরবিসিবি থেকে খালেদ মাহমুদের পদত্যাগ
পরবর্তি খবরকাশিমপুরে বিগবস কারখানায় আগুন