তিন বাহিনীর পোশাক ডিজাইনারকে নিয়ে আসিফের স্ট্যাটাস

পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যে তিন বাহিনীর পোশাকের প্রাথমিক অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তিন বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে কঠোর সমালোচনা করেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। তিন বাহিনীর পোশাক ডিজাইনকারীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

ফেসবুকে পুলিশ, র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের একটি ছবি পোস্ট করে আসিফ আকবর লিখেছেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেপ্তার করা হউক, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।’

উল্লেখ্য, নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র‍্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে।

পূর্বের খবরবাবা হারালেন মনির খান
পরবর্তি খবরশুধু রাজস্ব আদায় করবে এনবিআর, কমানো হচ্ছে ক্ষমতা