তিতুমীর শিক্ষার্থীদের অবরোধ: ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

 

 

ভিানিউজ : রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ তিনদফা দাবিতে অনশন ও সড়ক অবরোধের পর এবার মহাখালী রেলগেট অবরোধ করে রেললাইনের উপর অবস্থান নিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে অধিকাংশ উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটার পর তারা ওইস্থানে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবস্থানের ফলে ওই রুটের যান চলাচলও বন্ধ হয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের শান্ত থেকে আলোচনার মাধ্যমে সমাধানের জন্য বললেও তারা তা মানছেন না।

সরেজমিন দেখা যায়, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেলগেটে লাইনের উপর শুয়ে রয়েছেন। এতে কমলাপুর থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকে যায়। পরে তা আবার উলটোপথে ফিরে যায়।

এ সময় ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ট্রেন আটকে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আমাদের নির্দেশনা দিয়েছেন ট্রেনটি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সে অনুযায়ী আমরা ফিরে যাচ্ছি।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা উপকূল এক্সপ্রেস আটকে দিয়েছে। এখন ট্রেন চলাচল বন্ধ আছে। শুধুমাত্র পদ্মা সেতু হয়ে রুট ও নারায়ণগঞ্জের লাইনটি ক্লিয়ার আছে। তবে সন্ধ্যা পর্যন্ত এই লাইনে কোনো ট্রেন নেই।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং অবরোধের ফলে দেশের অধিকাংশ রুটে ট্রেন চলাচল বন্ধ আছে। বেশিরভাগ ট্রেন এই রুট দিয়ে চলাচল করে।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টা থেকে রাজধানীর মহাখালীর আমতলীতে কলেজের সামনের সড়কে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে দুপুরের দিকে উপস্থিতি বাড়লে তারা মহাখালী রেলগেটে আসেন।

পূর্বের খবরইউএসএআইডি অপরাধী সংগঠন, এটা থাকা উচিত না: ইলন মাস্ক
পরবর্তি খবরওজন কমাবে এই ফলগুলো