তালেবান সেনারা ঢুকে পড়ল পাকিস্তানে!

 

 

আজ (২৮ ডিসেম্বর) গেল বুধবার শোনা গিয়েছিল, কাবুল কান্দাহার হেরাত থেকে অন্তত পনেরো হাজার আফগানি তালেবান সেনা পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, আফগানিস্তানের খোস্ত এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত ১৯ পাকিস্তানি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানও পাকিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করে হামলা চালিয়েছে। এটি পাকিস্তানের হামলার প্রেক্ষিতে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে চালানো হয়েছে বলে খবর।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেই ১৫ হাজার সেনার অনেকেই কাবুল, কান্দাহার, হেরাত সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করে যাচ্ছেন।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় হামলা চালানোর ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছিলেন।

পূর্বের খবরবিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে : আমীর খসরু
পরবর্তি খবরবড়দিনে ক্লাসিক স্টাইলে জাহ্নবী কাপুর