সাতক্ষীরা, তালা প্রতিনিধি: নারীর ক্ষমতায়ন বৃদ্ধির মাধ্যমে স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে তালা সদর ইউনিয়নে উজ্জীবক ফোরাম গঠিত হয়ছে। ব্র্যাক- তালা শাখার সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী’র সহযোগীতায় ফোরাম গঠনের সভা আয়োজন করা হয়। বুধবার (২৪ মার্চ) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। সভা পরিচালনা করেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পিও (সিইপি) মাহফুজা খাতুন।
এসময় বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল কাদের, সমাজ সেবক সিরাজুল ইসলাম, ইউপি সটিব শাহানারা বেগম, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক জুলফিকার রায়হান, তালা বাজার বণিক সমিতির সহ-সম্পাদক কাজী লিয়াকত হোসেন, মাওলানা আব্দুস সালাম, সমাজ সেবিকা রেহেনা বেগম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পিও মোর্শেদা আক্তার, শিক্ষার্থী মো. আব্দুল্লাহ ও হাজিরা খাতুন প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে শিক্ষক আব্দুল কাদেরকে আহবায়ক, কাজী লিয়াকত হোসেন ও হাজিরা খাতুনকে যুগ্ম আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট তালা সদর ইউনিয়ন উজ্জীবক ফোরাম গঠিত হয়।