‘তারেক রহমানের ইতিবাচক রাজনীতির ধারায় নেতাকর্মীদের সংযুক্ত হতে হবে’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘তারেক রহমানের পরিবর্তনের রাজনীতির ইতিবাচক ধারায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংযুক্ত হতে হবে।’

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর হালুয়াঘাট আগমন উপলক্ষে তিনি আজ বুধবার সকালে হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে এক পথসভায় এ কথা বলেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমীন খানের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল বক্তব্য রাখেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি সবসময় পরিবর্তনকে স্বাগত জানায়। পরিবর্তনের আাকাঙ্খা বুকে ধারণ করে তারেক রহমান রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন। বিএনপি এই রূপরেখা বাস্তবায়ন করে বৈষম্যবিহীন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারাবদ্ধ।’

এসময় ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলিমুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে এস এম জিলানী হালুয়াঘাটের কালিয়ানিকান্দা, গাজীরভিটাসহ বিভিন্ন গ্রামে দিনভয় গণসংযোগ করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী আজ দিনব্যাপী ধোবাউড়া উপজেলার বাঘবেড় ও ঘোসগাঁও ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ ও ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করেন।

এস/ভি নিউজ

পূর্বের খবরএমন শিক্ষাব্যবস্থা দরকার যা সৃজনশীল মানুষ বানাবে: প্রধান উপদেষ্টা
পরবর্তি খবরEducation must foster creativity to create entrepreneurs: CA