তবুও তিন আসনে এমপি পদ দাবি হিরো আলমের

 

ভিনিউজ : ফ্যাসিবাদী শাসনের অবসানের পর গত ৫ আগস্ট জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিলুপ্ত সংসদের তিনটি আসনে নির্বাচন করেছিলেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। নিজের ফেসবুক পোস্টে সেই তিনটি আসনে জয়ের দাবি করেছেন হিরো আলম। নেটিজেনদের ধারণা, আদালত চট্টগ্রাম ও ঢাকায় দুই সিটি মেয়রকে নির্বাচিত ঘোষণা করায় এমন দাবি তুলেছেন আলম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পোস্টে হিরো আলম লেখেন, ‌‘যেহেতু ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়েছে। ঢাকা-১৭, বগুড়া-৪ ও ৬ আসনের এমপি পদ ফিরিয়ে দেওয়া হোক আমি তো অনেক নির্যাতিত হয়েছি।

২০২৩ সালে ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে নৌকা প্রতীকে মোহাম্মদ আলী আরাফাত নির্বাচিত হন। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

পূর্বের খবরসিগন্যাল চ্যাট ফাঁস হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ক্ষোভ ট্রাম্প প্রশাসনের
পরবর্তি খবরইত্যাদি’তে যা থাকছে ঈদে ‘